লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুর জেলার কমলনগরে মাদ্রাসাছাত্রীকে ধর্ষণের অভিযোগে মো. আব্দুর রহিম (২৬) নামের এক যুবককে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে পুলিশ উপজেলার চরমার্টিন এলাকা থেকে তাকে গ্রেফতার করে।
এর আগে শনিবার (১৫ এপ্রিল) উপজেলার চরমার্টিন এলাকা নিজ বসতঘরে ধর্ষনের শিকার হয় ছাত্রীটি। সে মুন্সিগঞ্জ ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার সপ্তম শ্রেণির ছাত্রী।গ্রেফতারকৃত রহিম ওই এলাকার তোফায়েল আহমদের ছেলে।
অভিযোগসুত্রে জানা যায়, ছাত্রীর বাবা-মা বাড়িতে না থাকার সুযোগে শনিবার দুপুরে প্রতিবেশী আবদুর রহিম ওই ছাত্রীটির বসতঘরে ঢুকে তাকে জোরপুর্বক ধর্ষণ করে। এ ঘটনা বাড়ির অন্যান্য লোকজন দেখে ফেললে রহিম পালিয়ে যায়।
পরে নির্যাতনের শিকার ওই ছাত্রী নিজেই বাদি হয়ে মঙ্গলবার কমলনগর থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ রাতেই অভিযান চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেন।
কমলনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, গ্রেফতারকৃত রহিমকে বুধবার আদালতে সোপর্দ করা হয়েছে।