লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের কমলনগরে কিশোরীকে ধর্ষণ করার অভিযোগে দায়েরকৃত মামলায় মো. ইদ্রিসকে (৩০) গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার (০৭ এপ্রিল) দুপুরে আদালতের মাধ্যমে তাকে কারাগারে প্রেরন করা হয়। এর আগে বৃহস্পতিবার রাতে উপজেলার চরমার্টিন এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। ইদ্রিস স্থানীয় ইউপি সদস্য সফিক আহমেদ প্রকাশ সফি মেম্বারের ছেলে।
মামলার অভিযোগ সুত্রে জানা যায় চর মার্টিন ইউনিয়নের মফিজ উল্যার ছেলে মো. আরিফের সাথে ভিকটিমের মোবাইল ফোনে প্রেমের সর্ম্পক গড়ে উঠে। গত ২৬ মার্চ রাতে আরিফ ওই কিশোরীকে প্রেমের ফাঁদে ফেলে একটি বাগানে নিয়ে তাকে ধর্ষণের চেষ্টা করে। এতে সে বাঁধা দিলে আরিফ তার বন্ধু ইদ্রিস ও মো. ইউছুপের সহযোগীতায় ওই কিশোরীকে ধর্ষণ করে। স্থানীয়ভাবে মিমাংসা না হওয়া ওই কিশোরী বাদী হয়ে কমলনগর থানায় একটি ধর্ষন মামলা দায়ের করেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, ধর্ষনের মামলায় একজনকে গ্রেফতার করে শুক্রবার দুপুরে আদালতে মাধ্যমে কারাগারে প্রেরন করা হয়েছে।