লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের কমলনগরে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ২৮ মার্চ (মঙ্গলবার) দুপুরে হাজিরহাট হামেদিয়া ফাজিল মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠিত আলোচনা সভার আয়োজন করে উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সততা সংঘ। সভায় সভাপতিত্ব করেন উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি মো. যায়েদ হোছাইন ফারুকী।এতে প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। বিশেষ অতিথি ছিলেন সহকারি পুলিশ সুপার সোহেল পারভেজ, হাজিরহাট উপকূল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল মোতালেব ও উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মো. সফিক উদ্দিন। এতে বক্তব্য রাখেন কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সদস্য সচিব মুক্তিযোদ্ধা আবুনুর সেলিম, ও মাস্টার মফিজ উল্যাহ, সহকারি উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম প্রমুখ।
কমলনগরে দুর্নীতি প্রতিরোধ সপ্তাহ উপলক্ষে আলোচনা সভা
Array
