কমলনগর(লক্ষ্মীপুর) সংবাদদাতা:
লক্ষ্মীপুরের কমলনগরে দুই কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। (আজ) বৃহস্পতিবার সকাল ১০টায় উত্তর চর মার্টিন মন্নানের বাসা থেকে উদ্ধার করা হয়। স্থানীয়রা ঐ বাড়ীতে শালিশ করতে গেলে মন্নানের কথাবার্তায় অসংলগ্নতা দেখে শালিশদারগন ঘর তল্লাশী করে গাঁজা দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। এসময় মন্নান পালিয়ে যায়। পরে পুলিশ তা উদ্ধার করে কমলনগর থানায় নিয়ে আসে। মজু চৌধুরীর হাট ইউনিয়নের বাসিন্দা আবু ছিদ্দিকের ছেলে আবদুল মন্নান (৩৫)। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির আহমেদ জানান, প্রায় ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়। মন্নানকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে একটি মামলা হয়েছে।
কমলনগরে দুই কেজি গাঁজা উদ্ধার
Array
