কমলনগর(লক্ষ্মীপুর)প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগরে দক্ষিণ পুর্ব চর কাদিরা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে দুইশত টাকা ফি নিয়ে বই বিতরনের অভিযোগ পাওয়া যায়। সরকার বিনামুল্যে বই বিতরনের কথা থাকলেও প্রধান শিক্ষক জিয়াউল হক টাকার বিনিময়ে বই বিতরন করছেন। বুধবার সরজমিনে স্কুলে গিয়ে ছাত্র ছাত্রীদের সাথে আলাপকালে দেখা যায়, প্রধান শিক্ষক ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেনী পর্যন্ত বই বিতরনে ২শ থেকে ৩শ টাকা ফি নিয়েছে। ঐ স্কুলের ৩য় শ্রেণীর ছাত্রী নাহিমা আক্তার, ঋতু ও ১ম শ্রেণীর ছাত্র আবদুর রহমান, শিহাব রায়হান, মামুন জানান তাদের কাছ থেকে ২শ টাকা ফি নিয়ে বই দিয়েছেন। অভিভাবক শাহিনুর, নয়ন আক্তার জানান জানান, আমাদের এক ছেলে ও এক মেয়ে স্কুলে পড়ে তাদের কাছে ২শ টাকা করে ৪শ টাকা দাবী করে আমরা ৩শ টাকা দিলে তারা একজনের বই দেয় এবং অন্যজনের বই এখনও দেয় নাই প্রধান শিক্ষক। ১ম শ্রেণী থেকে ৫ম শ্রেণী পর্যন্ত স্কুলে ছাত্র ছাত্রী ৫৩০ জন। এ ব্যাপারে ঐ স্কুলের সহ-সভাপতি মো: মানিক জানান, টাকা নেওয়ার বিষয়টি শুনে আমি প্রধান শিক্ষককে বললে তিনি বলেন সবাই এভাবেই নেয়। সভাপতি মো: ইদ্রিস মেম্বার জানান টাকা নেওয়ার বিষয়টি আমি জানিনা।
প্রধান শিক্ষক জিয়াউল হক জানান, বই বিতরনে আমি কোন নেওয়া হয়নাই তা মিথ্যা।
উপজেলা শিক্ষা অফিসার খগেন্দ্র চন্দ্র সরকার জানান, টাকা নেওয়ার বিষয়টি আমি শুনেছি কিন্তু লিখিত অভিযোগ পাই নাই। যদি প্রধান শিক্ষক টাকা নিয়ে বই বিতরন করেন তাহলে আইনানুগ ব্যবস্থা গ্রহন করা হবে।