কমলনগরে তীব্র গরমে বৃষ্টির জন্য ইসতিসকার নামাজ বৃহস্পতিবার

শেয়ার

নিউজ ডেস্ক:

তীব্র গরম থেকে মুক্তি ও বৃষ্টির জন্য লক্ষ্মীপুরের কমলনগরে ইসতিসকার নামাজ আদায় করবেন স্থানীয় ধর্মপ্রাণ মুসল্লিরা।

মঙ্গলবার (৬ জুন) এক ফেসবুক পোস্টের মাধ্যমে ইসতিসকার নামাজ পড়ার বিষয়টি নিশ্চিত করেন চরলরেন্স বাজার কেন্দ্রীয় জামে মসজিদের খতিব ও হাজির হাট হামেদিয়া কামিল মাদ্রাসার সাবেক অধ্যক্ষ মাওলানা জায়েদ হোছাইন ফারুকী।

তিনি তার ব্যাক্তিগত ফেসবুক একাউন্টে লিখেন, ‘কমলনগরের ঐতিহাসিক লরেন্স তাহরিয়া ঈদগাহ ময়দানে বৃহস্পতিবার ভোর ৬টায় অনুষ্ঠিত হইবে পবিত্র ”সালাতুল ইসতেসকা” ইনশাল্লাহ।

এদিকে আজ দেশের সর্বোচ্চ তাপমাত্রা ৪০ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস ছিল দিনাজপুর ও সৈয়দপুরে। আর ঢাকার সর্বোচ্চ তাপমাত্রা ছিল৩৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.