কমলনগর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগরে তিন জুয়াড়ির জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা ওই তিন জুয়াড়িকে পাঁচ শত টাকা করে মোট ১ হাজার ৫০০ টাকা জরিমানা করেন।
অর্থদন্ড প্রাপ্তরা হলেন উপজেলার চর কাদিরা গ্রামের বাসিন্দা আবু কালামের ছেলে মো. মানিক (১৯), একই এলাকার নুরুল ইসলামের ছেলে হারুন (২২) ও চিত্ত রঞ্জন দাসের ছেলে গোপাল চন্দ্র দাস (১৮)।
কমলনগর থানার উপ পরিদর্শক (এস আই) মানিক বড়ুয়া জানান, চর কাদিরা এলাকায় জুয়া খেলার সময় তিন জুয়াড়িকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হলে বিচারক তাদের প্রত্যেকের পাঁচ শত টাকা করে জরিমানা করেন।