কমলনগর প্রতিনিধি:
বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানার প্রতিবাদে লক্ষ্মীপুরের কমলনগরে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়।
শুক্রবার (২৭ জানুয়ারি) সন্ধ্যায় উপজেলা সদর হাজিরহাট দলীয় কার্যালয়ে উপজেলা যুব দল এ আয়োজন করে।
উপজেলা যুবদলের সিনিয়র যুগ্ম আহবায়ক মো. ইউছুফ পাটওয়ারী সভাপতিত্বে প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপি’র সিনিয়র সহ-সভাপতি মো. গোলাম কাদের, সাধারণ সম্পাদক নুরুল হুদা চৌধুরী, যুবদল নেতা সাহাবউদ্দিন রনি, আবদুর রাজ্জাক তালুকদার, আবু ছায়েদ মো. দোলন, জসিম উদ্দিন, নিজাম উদ্দিন, বাবুল হোসেন ও উপজেলা শ্রমিকদল সভাপতি আজাদ উদ্দিন প্রমুখ।
প্রসঙ্গত, বৃহস্পতিবার (২৬ জানুয়ারি) জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় বিএনপি’র সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের জামিন বাতিল করে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে আদালত। এর প্রতিবাদে যুবদল ৩দিনের কর্মসূচী ঘোষণা করে।