পল্লী নিউজ ডেস্ক:
কমলনগর(লক্ষ্মীপুর)সংবাদদাতা: লক্ষ্মীপুরের কমলনগরে ডাকাতি ও অস্ত্র মামলার পলাতক আসামি মো. জহিরকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার (১১ ডিসেম্বর) সকালে কমলনগরের চর কাদিরা আশ্রয়ণ কেন্দ্র থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত জহির রামগতি উপজেলা চর আবদুল্লাহ ইউনিয়নের বাসিন্দা জয়নাল আবেদিনের ছেলে।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করা হয়েছে। তার বিরুদ্ধে একটি অস্ত্র ও ছয়টি ডাকাতি মামলা রয়েছে।