লক্ষ্মীপুর: লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় ট্রাক চাপায় মো. আজাদ (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (১৪ জুলাই) রাত ৮ টার দিকে কমলনগরে তোরাবগঞ্জ বাজারের উত্তর পাশে এ দুর্ঘটনা ঘটে।
নিহত আজাদ তোরাবগঞ্জ এলাকার আবদুল আলীর ছেলে।
তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফয়সল আহমেদ রতন বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, তোরাবগঞ্জ বাজার এলাকার রাস্তা পারাপারের সময় দ্রুতগতির একটি ট্রাক আজাদকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।