পল্ল নিউজ ডেক্স:
লক্ষ্মীপুর জেলার কমলনগরে জেএসসি পরীক্ষার্থীকে উত্ত্যক্তো করায় সুমন নামের এক যুবককে ৬ মাসের জেল দিয়েছে ভ্রাম্যমান আদালত । (আজ) বৃহস্পতিবার বিকেল ৫টায় এ রায় দেন নির্বাহী ম্যাজিস্ট্যাট ও কমলনগর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা।
সাজাপ্রাপ্ত মো. সুমন (১৮) উপজেলার চর মার্টিন এলাকার মো. মোস্তফার ছেলে।
এর আগে সকালে পুলিশ উপজেলার তোরাবগঞ্জ উচ্চবিদ্যালয় জেএসসি পরীক্ষা কেন্দ্র এলাকা থেকে তাকে আটক করেন।
কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস বলেন, উপজেলার তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের অষ্টম শ্রেণির এক ছাত্রীকে বখাটে সুমন দীর্ঘদিন ধরে উত্ত্যক্ত করে আসছে। বৃহস্পতিবার সকালে ওই ছাত্রী তোরাবগঞ্জ উচ্চবিদ্যালয় জেএসসি পরীক্ষা কেন্দ্রে যাওয়ার সময় সে আবারও উত্ত্যক্ত করে। এ সময় স্থানীয়রা তাকে আটক করে থানায় খবর দিলে পুলিশ গিয়ে তাকে থানায় নিয়ে আসে। ভ্রাম্যমান আদালতে হাজির করলে ভ্রাম্যসান আদালত সুমনকে ৬মাসের জেল দেন।