পল্লীনিউজ ডেক্সঃ
লক্ষ্মীপুরের কমলনগরে জাতীয় সমাজ তান্ত্রিক দল (জেএসডি)’র ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষ্যে প্রস্ততিমূলক সভা হয়েছে। রোববার (৬ নভেম্বর) সন্ধ্যায় উপজেলার চরফলকন ইউনিয়ন জেএসডি’র সভাপতি মো. দুলাল সদ্দারের বাসভবনে এ সভা অনুষ্ঠিত হয়। চরফলকন জেএসডির সাবেক সভাপতি মো. আনোয়ার হোসেনের সভাপতিত্বে প্রস্তুতিমূলক সভায় উপস্থিত ছিলেন, জেএসডি উপজেলা সাধারণ সম্পাদক মো. শাহাদাত হোসেন নিরব, সাংগঠনিক সম্পাদক এবিএম বাবুল মুন্সি,সহ-সাংগঠনিক সম্পাদক মমিন উল্যাহ, চরফলকন ইউনিয়ন সাধারণ সম্পাদক শামছু হাওলাদার, ১নম্বর ওয়ার্ড সাধারণ সম্পাদক জামাল দেওয়ান ও ছাত্র নেতা শিব্বির মাহমুদ দেওয়ান প্রমূখ। সভা শেষে উপজেলার হাজিরহাট বাজারে একটি মিছিল বের করা হয়। মিছিলটি বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উত্তর বাজার গিয়ে শেষ হয়।
আগামী ১০নভেম্বর বৃহস্পতিবার বিকেলে উপজেলার হাজিরহাট হামেদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা মিলনায়তনে জেএসডি’র ৪৪তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। ওই সভায় প্রধান অতিথি হিসাবে জেএসডির সভাপতি স্বাধীনতার প্রথম পতাকা উত্তোলক আসম আব্দুর রব, বিশেষ অতিথি হিসাবে জেএসডি’র সহসভাপতি মিসেস তানিয়া ররসহ কেন্দ্রিয় নেতারা উপস্থিত থাকবেন।