আমজাদ হোসেন আমু: লক্ষ্মীপুরের কমলনগরে যথাযোগ্য মর্যাদায় ও বিভিন্ন কর্মসূচীর মধ্য দিয়ে পালিত হয়েছে স্বাধীনতার মহান স্থপতি জাতির জনক বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের ৪২তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস। উপজেলা প্রশাসনের আয়োজনে মঙ্গলবার (১৫ আগষ্ট) সকাল ১০টায় উপকুল ডিগ্রি কলেজ মাঠ থেকে শোক র্যালী বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ অডিটরিয়ামে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা। এতে প্রধান অতিথি ছিলেন লক্ষ্মীপুর-০৪ মাননীয় সংসদ সদস্য ্মোহাম্মদ আবদুল্যাহ আল মামুন এমপি, বিশেষ অতিথি ছিলেন জাতীয় শ্রমিকলীগ নেতা এডভোকেট আনোয়ারুল হক, উপজেলা আওয়ামীলীগ সভাপতি মাস্টার নুরুল আমিন. কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস, অধ্যক্ষ আবদুল মোতালেব, অধ্যক্ষ মো. জায়েদ হোছাইন ফারুকী। আরও উপস্থিত ছিলেন চেয়ারম্যান মো: নিজাম উদ্দিন, ফয়সল আহমেদ রতন, ইউছুফ আলী মিয়া ভাই, হাজী হারুনুর রশিদসহ স্কুল কলেজ মাদ্রাসার শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।
অনুষ্ঠান শেষে শিক্ষার্থীদের মাঝে পুরুস্কর বিতরণ করেন।