কমলনগর প্রতিনিধি:
নববর্ষের প্রথম দিনেই ক্ষুদে শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হলো নতুন বই। আর এই বই পেয়ে উল্লাসিত শিক্ষার্থীরা। বই পাওয়ার পর নেচে গেয়ে উল্লাস প্রকাশ করছেন শিক্ষার্থীরা।
শুক্রবার সকাল ১০টায় লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চর জাঙ্গালীয়া এসসি উচ্চ বিদ্যালয় মাঠে লক্ষ্মীপুর-৪ (কমলনগর-রামগতি) সংসদ সদস্য আবদুল্লাহ আল মামুন এমপি প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে নতুন বই দিয়ে বই উৎসবের উদ্বোধন করেন।
উপজেলা পরিষদের আয়োজনে এ বই বিতরন উৎসব অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাহবুবুল আলম মজুমদার।
এতে আরও উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান সৈয়দ শামছুল আলম, লক্ষ্মীপুর কলেজের অধ্যক্ষ মো: সোলায়মান, হাজিরহাট উপকুল ডিগ্রি কলেজের অধ্যক্ষ আবদুল মোতালেব, জাতীয় শ্রমিকলীগ নেতা এডভোকেট আনোয়ারুল হক, চেয়ারম্যান আশরাফ উদ্দিন রাজন রাজু, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা তৌহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা খগেন্দ্র চন্দ্র সরকার, যুব উন্নয়ন কর্মকর্তা মনিরুল ইসলাম, চর জাঙ্গালীয়া এসসি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক, অভিভাবক, সাংবাদিক ও ছাত্র ছাত্রীবৃন্দ। অনুষ্ঠান শেষে চর জাঙ্গালীয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় ও এসসি উচ্চ বিদ্যালয়ের ছাত্র ছাত্রীদের মধ্যে বই বিতরন করা হয়।
অন্যদিকে হাজিরহাট হামেদিয়া ফাযিল ডিগ্রি মাদ্রাসায় একই সময়ে বই বিতরন অনুষ্ঠানে বই বিতরন করেন অত্র মাদ্রাসার অধ্যক্ষ মো: জায়েদ হোসাইন ফারুকী।