কমলনগরে জাতীয় পতাকা অবমাননায় জরিমানা

শেয়ার

পল্লী নিউজ ডেস্ক:
লক্ষ্মীপুরের কমলনগরে জাতীয় পতাকা অবমাননায় মো. মাইন উদ্দিনকে পাঁচ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত। বৃহস্পতিবার (৮ই ডিসেম্বর) বিকেলে ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মো. মাসুদুর রহমান মোল্লা এ রায় দেন। মাইন উদ্দিন প্রগতি লাইফ ইন্সুরেন্স কোং লিমিটেড কমলনগর উপজেলা শাখার ইনচার্জ  ও চরলরেন্স এলাকার নুরুজ্জামানের ছেলে।
ব্যবসায়ীরা জানায়, হাজিরহাট বাজারে প্রগতি লাইফ ইন্সুরেন্স কোং লিমিটেডের অফিসে একটি লাঠির সাথে জাতীয় পতাকা বেঁধে নিচের দিকে ঝুলিয়ে রাখে। উপজেলা নির্বাহী অফিসার ওই পথে যাওয়ার সময় তার নজরে আসলে তিনি ওই অফিসে অভিযান দেন। পরে তারা অপরাধের কথা স্বীকার করলে ম্যাজিস্ট্রেট নগদ পাঁচ হাজার টাকা জরিমানার আদেশ দেন।
ভ্রাম্যমান আাদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মাসুদুর রহমান মোল্লা বিষয়টি নিশ্চিত করেছেন।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.