সোমবার, ১৭ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ,২রা অক্টোবর, ২০২৩ খ্রিস্টাব্দ

তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় অনুমোদিত, রেজি:নং ৭৮

কমলনগরে জাটকা শিকার বন্ধের দাবিতে জেলেদের বিক্ষোভ

Array

jatka-
কমলনগর (লক্ষ্মীপুর) সংবাদদাতা :
নিষেধাজ্ঞা অমান্য করে জাটকা ইলিশ শিকারের প্রতিবাদে লক্ষ্মীপুরের কমলনগরে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছেন জেলেরা। বুধবার রাতে উপজেলার লুধুয়া বাজারে তারা এ বিক্ষোভ মিছিল করেন। এতে স্থানীয় কয়েকশ’ জেলেসহ ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সদস্যরা অংশ নেন। মিছিল শেষে মধ্য বাজারে অনুষ্ঠিত প্রতিবাদ সভায় ক্ষুদ্র মৎস্যজীবী সমিতির সভাপতি আবদুল ওহাব কালু মাঝী, জেলে সেলিম মাঝী, শেখ ফরিদ মাঝী, গিয়াস উদ্দিন মাঝী, নিজাম মাঝী, আবুল খায়ের মাঝী ও আবদুজ জাহের মাঝী প্রমুখ বক্তব্য রাখেন।

এ সময় স্থানীয় পাটরীরহাট ইউপি’র নবনির্বাচিত চেয়ারম্যান এ্যাডভোকেট একেএম নুরুল আমিন রাজুসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ ও স্থানীয়রা বিক্ষোভকারী জেলেদের সঙ্গে একাত্মতা প্রকাশ করেন।

স্থানীয় ও জেলেদের অভিযোগ, জারিদনা মাছ ঘাট, লুধুয়া মাছঘাটের কিছু অসাধু ব্যবসায়ী (আড়ৎদার) খুলনা অঞ্চল থেকে ট্রলারসহ জেলে ভাড়া করে এনে বেহুন্দি জাল (নেট জাল) দিয়ে অবাধে জাটকা (ছোট ছোট ইলিশের পোনা) শিকার করছেন।

তাদের অভিযোগ, ওইসব অসাধু জেলেরা দিনের বেলায় বন্ধ রাখলেও সন্ধ্যার পর থেকে খুলনা অঞ্চল থেকে আসা জারিদনা মাছঘাট ও লুধুয়া মাছঘাটের ৫০-৬০টি ট্রলারের জেলেরা নদীতে বেহুন্দি জাল দিয়ে জাটকা নিধনের উৎসবে মেতে উঠেন। ওইসব মাছ জেলে ও আড়তদাররা রাত ১২টার পর থেকে সকাল ৮টা পর্যন্ত ঘাট এলাকার বিভিন্ন স্থানে বিক্রি করেন।

জেলেরা দাবি করেন, এভাবে জাটকা শিকার চলতে থাকলে মেঘনা ইলিশ শূন্য হয়ে পড়বে। যে কারণে, তারা দ্রুত জাটকা শিকার বন্ধের দাবি জানাচ্ছেন।

সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা মো. নজরুল ইসলাম জানান, সরকারের এ উদ্যোগ বাস্তবায়নে মৎস্য বিভাগের চেষ্টা অব্যাহত থাকলেও কিছু অসাধু জেলে ও আড়তদার রাতের বেলায় জাটকা শিকার ও বিক্রিতে লিপ্ত রয়েছেন বলে অভিযোগ রয়েছে।

তিনি আরও দাবি করেন, জনবল সঙ্কট ও পুলিশ প্রশাসনের পূর্ণ সহযোগিতা না পাওয়ার কারণে রাতে অভিযান পরিচালনা করতে তাদেরকে হিমশিম খেতে হচ্ছে। তবুও জাটকা শিকার বন্ধ রাখতে তারা চেষ্টা চালিয়ে যাচ্ছেন।

সর্বশেষ

টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশের

ওয়ানডে বিশ্বকাপকে সামনে রেখে শেষ প্রস্তুতি ম্যাচে বিশ্ব চ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত বাংলাদেশ দল। জয় দিয়ে বিশ্বকাপে প্রস্ততি শেষ করতে চায়...

শ্রীপুরে অপহৃত স্কুলছাত্রের অর্ধগলিত লাশ উদ্ধার

বাবুল খান,গাজীপুর প্রতিনিধি: গাজীপুরের শ্রীপুরে স্কুলছাত্র অপহরণের পাঁচ দিন পর বাড়ি থেকে আট কিলোমিটার দূরে...

মহাত্মা গান্ধীর ১৫৪তম জন্মবার্ষিকী আজ

'মহাত্মা' শব্দটিকে যদি ভাঙা যায়, তবে তার অর্থ হয় 'মহান আত্না যার'। বিশ্বে এই...

সংসদ নির্বাচনের মহাযজ্ঞ শুরু

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কর্মযজ্ঞ চলছে নির্বাচন কমিশনে। গতকাল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) এবং...

নিবন্ধিত নিউজ পোর্টাল ছাড়া কেউ মোবাইল লাইভ করতে পারবে না: জেলা প্রশাসক

সিলেটের জেলা প্রশাসক শেখ রাসেল হাসান বলেছেন, নিবন্ধিত নিউজ পোর্টাল এবং প্রিন্ট পত্রিকার নিবন্ধিত...

জমি নিয়ে বিরোধে বড় ভাইকে হত্যার অভিযোগ

প্রদীপ কুমার রায়, বিশেষ প্রতিনিধি: লক্ষ্মীপুরের রায়পুরে জায়গা-জমি সংক্রান্ত বিরোধে ছোট ভাইয়ের হামলায় বড়...