জেলার কমলনগর উপজেলায় ঘরের পাশে গর্তে জমে থাকা বৃষ্টির পানিতে ডুবে আলিফা নামে আড়াই বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (২৮ মে) সকাল ১০টার দিকে উপজেলার চরমার্টিন ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।
আলিফা ওই এলাকার শহিদের একমাত্র মেয়ে।
পরিবারের সদস্যরা জানান, আলিফা বাড়ির উঠানে খেলছিল। কিছুক্ষণ পরে তাকে দেখতে না পেয়ে খুঁজতে শুরু করেন সবাই। পরে বাড়ির পেছনে থাকা জোয়ার ও বৃষ্টির পানি জমে থাকা একটি গর্তে তাকে ভাসতে দেখতে পাওয়া যায়। সেখান থেকে উদ্ধার করে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চরমার্টিন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইউসুফ আলী বিষয়টি নিশ্চিত করেছেন।