কমলনগর :
লক্ষ্মীপুরের কমলনগরে জব্দকৃত চরঘেরা (মশারী জাল) ধবংস করা হয়েছে। শুক্রবার (১৭ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার কটরিয়া মাছ ঘাটে এ জালগুলো ধবংস করা হয়। এর আগে সকালে কোস্টগার্ড ও উপজেলা মৎস্য অফিস অভিযান চালিয়ে মেঘনা নদীর জারিরদোনা পয়েন্ট এলাকা থেকে ২টি চরঘেরা জাল আটক করে।
উপজেলা মৎস্য অফিসার (ভারপ্রাপ্ত) আবদুল কুদ্দুছ জানান, মেঘনা নদীতে অভিযান চালিয়ে ২টি চরঘেরা জাল আটক করা হয়। পরে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার উপস্থিতিতে জালগুলো ধবংস করা হয়। এ সময় আরও উপস্থিত ছিলেন মৎস্য কর্মকর্তা, কোস্টগার্ড, চেয়ারম্যান আবুল খায়ের ও হারুনুর রশিদ।