কমলনগর:
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা ছাত্রলীগের আংশিক কমিটি অনুমোদন দিয়েছে জেলা ছাত্রলীগ। এতে আবদুস সামাদ রাজু কে সভাপতি ও রাকিবুল হাসান বিপ্লবকে সাধারণ সম্পাদক পদ ঘোষনা দেওয়া হয়েছে।
রবিবার ( ০৫মার্চ) সন্ধ্যা ৬ টার দিকে জেলা ছাত্রলীগের সভাপতি মাহামুদুন্নবী সোহেল ও সেক্রেটারি রাকিব হোসেন লোটাস স্বাক্ষরিত ছাত্রলীগের প্যাডে এ কমিটি অনুমোদন দেন।
জেলা ছাত্রলীগের সভাপতি চৌধুরী মাহমুদুন্নবী সোহেল বলেন, সংগঠনকে গতিশীল করতে আগামী এক বছরের জন্য কমলনগর উপজেলা কমিটি গঠন করা হয়েছে। নতুন কমিটির নেতারা সমন্বয় করে ১৪ দিনের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি জমা দেয়ার নির্দেশ দেওয়া হয়।