কমলনগর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগরে ছাত্রদলের বর্ধিত সভায় ছাত্রলীগ হামলা চালায়। এসময় ইট-পাটকেল নিক্ষেপ ও ধাওয়ায় জেলা ছাত্রদলের সভাপতিসহ উভয় দলের ৬জন আহত হয়েছেন। তাৎক্ষণিক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
শনিবার (২০ মে) দুপুরে সাবেক এমপি আশরাফ উদ্দিন নিজানের কমলনগরের বাসভবনে এ ঘটনা ঘটে।
আহতরা হলেন লক্ষ্মীপুর জেলা ছাত্রদলের সভাপতি হারুনুর রশিদ, সিনিয়র সহ সভাপতি বদরুল ইসলাম শ্যামল, যুবদল নেতা মো. মানিক, ছাত্রদল নেতা ইসমাইল, ছাত্রলীগ কর্মী মো. মামুন ও শাহ ফরদাহ। আহতদের বিভিন্ন ক্লিনিকে চিকিৎসা দেওয়া হয়েছে।
কমলনগর উপজেলা ছাত্রদলের সিনিয়র সহ সভাপতি মো. বেলায়েত হোসেন হাওলাদার বলেন, আমরা সাবেক এমপি আশরাফ উদ্দিন নিজানের বাড়িতে পুর্বনির্ধারিত বর্ধিতসভা করছিলাম। এসময় ছাত্রলীগের নেতা কর্মীরা ওই বাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করে। পরে ছাত্রলীগের বাঁধায় সভা করতে পারিনি। সভাস্থল থেকে যাওয়ার পথে ছাত্রলীগ নেতাকর্মীরা ফের ধাওয়া ও হামলা চালায়। এতে জেলা ছাত্রদলের সভাপতিসহ ৫/৬জন আহত হন।
কমলনগর উপজেলা ছাত্রলীগের সভাপতি আবদুস সামাদ রাজু ও সাধারন সম্পাদক রাকিবুল হাসান বিপ্লব বলেন, রোববার (২১ মে) বিকালে হাজিরহাট ইউনিয়ন ছাত্রলীগের সম্মেলন হবে। ওই সম্মেলন পন্ড করতে তারা যড়যন্ত্র করছিলো। এখবরে ছাত্রলীগ কর্মীরা বিক্ষোভ মিছিল করে। হামলার ঘটনা সত্য নয়; তবে কমিটি নিয়ে ছাত্রদলের মধ্যে আভ্যন্তরিণ কোন্দলে কেউ আহত হতে পারে।
কমলনগর থানার উপ পরিদর্শক (এসআই) মো. রফিক বলেন, খবর পেয়ে তৎক্ষণিক পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।