লক্ষ্মীপুরঃ
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার চরলরেঞ্চ ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি মো. মোর্শেদ আলম (৩০) কে গ্রেফতার করেছে কমলনগর থানা পুলিশ।
মঙ্গলবার (১৮জুলাই) রাত ৮ঘটিকায় স্থানীয় করইতলা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়।
কমলনগর থানা উপ-পুলিশ পরিদর্শক (এসআই) ডালিম কুমার মজুমদার এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্সের সহযোগিতায় উপজেলার করইতলা বাজার থেকে তাকে গ্রেফতার করা হয়। জানাযায় নাশকতাসহ অন্যান্য মামলায় তাকে গ্রেফতার দেখানো হয়েছে।
কমলনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস ঘটনার সত্যতা স্বীকার করে বলেন মোর্শদ আলম নাশকতাসহ একাধিক মামলার এজাহারভূক্ত আসামী। বুধবার সকালে তাকে জেলা কোর্টে প্রেরন করা হবে।