কমলনগরে ছাগল ছিনতাই ও চাঁদাবাজির মামলায় ইউপি সদস্য পলাতক

শেয়ার

কমলনগর (লক্ষ্মীপুর) প্রতিনিধি-

লক্ষ্মীপুরের কমলনগরে লাল মিয়ার ‘লাল’ ছাগল জোরপূর্বক তুলে নেওয়া ও চাঁদাবাজির মামলায় গ্রেফতার হয়নি প্রধান আসামি ইউপি সদস্য জামাল হোসেন মেম্বার)।

উপজেলার চর লরেন্স ইউনিয়ন পরিষদের ৮ নম্বার ওয়ার্ডের সাধারণ সদস্যর দায়িত্বে রয়েছেন। উপজেলার চর লরেন্স ইউনিয়নের চর লরেন্স গ্রামের নবীয়ার গোজ এলাকার লাল মিয়ার স্ত্রী সাবেরা খাতুন বাদি হয়ে গত ৪ মে ২০২৪খ্রি. কমলনগর থানায় মামলা নং৭/২৪ যাহা জি আর- ৮৯/২৪ ছাগল ছিনিয়ে নেওয়াসহ চাঁদাবাজির অভিযোগে মামলা দায়ের করেন।

এজাহার সূত্রে জানা যায়, বাদীনির মেয়েকে ধর্ষণের অভিযোগে স্থানীয় মো. ওসমান প্রকাশ অন্তরের বিরুদ্ধে বিগত ০৪-০৪-২০২৪খ্রি. তারিখে কমলনগর থানার মামলা করেন যাহা মামলা নং ০৫।

দায়েরকৃত ধর্ষণ মামলা আসামিদের পক্ষে পেশি শক্তির প্রয়োগ করে মামলা প্রত্যাহার করতে বাদীর পরিবারকে বিভিন্ন ভাবে প্রকাশে ভয়ভীতি দেখান। মামলাটি প্রত্যাহার না করায় জামাল হোসেনসহ অন্যান্য আসামিরা প্রকাশ্যে বাদীনি সাবেরা খাতুনের কাছে ৮০ হাজার টাকা চাঁদা দাবি করে। দাবিকৃত চাঁদার টাকা না পাওয়ায় বাদীনিকে মারধর করে লালিত লাল ছাগলটি জোরপূর্বক ছিনিয়ে নিয়ে যায়।

বাদী সাবেরা খাতুন জানান, ছাগল নিয়ে যাওয়া ও চাঁদাবাজির মামলা দায়ের এর পর থেকে এখনো কোন আসামি গ্রেফতার হয়নি। আসামিরা প্রকাশ্যে চলাফেরা করছে এবং বিভিন্ন ভাবে আমাদের পরিবারের সদস্য ও আমাকে হুমকি ধমকি দিচ্ছে। আসামিদের ভয়ে স্বাভাবিক জীবন যাপনে আতংকে থাকি। আসামি ইউপি সদস্য জামাল হোসেন জানান, মামলার বিষয়ে অবগত হয়েছি। আদালতে আত্মর্সমপণ করে জামিনে যাবো।

কমলনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. তহিদুল ইসলাম জানান, মামলার পর থেকে আসামিদের ধরতে অভিযান অব্যাহত রয়েছে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.