কমলনগরে চিকিৎসকদের মানববন্ধন

শেয়ার

লক্ষ্মীপুর: ঢাকা সেন্টাল হাসপাতাল ভাঙচুর, সেখানকার চিকিৎসকদের ওপর হামলা, গ্রেফতার এবং ডাক্তার আবদুল্লাহসহ ৯জনের বিরুদ্ধে মিথ্যা মামলা করার প্রতিবাদে মানববন্ধন করেছে লক্ষ্মীপুরের কমলনগরের চিকিৎসকরা।

রোববার (২১ মে) দুপুরে কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে রামগতি-লক্ষ্মীপুর সড়কে ঘন্টাব্যাপী মানববন্ধন করা ।

কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. রেজাউল করিম রাজিবের নেতৃত্বে হাসপাতালের চিকিৎসক ও নার্সরা এ মানববন্ধন কর্মসূচীতে অংশ নেন।

এসময় হামলাকারীদের কঠোর শাস্তি এবং চিকিৎসকদের বিরুদ্ধে দায়ের করা মিথ্যা মামলা প্রত্যহারের দাবী জানানো হয়।

হাসপাতাল ভাঙচুর, চিকিৎসকের ওপর হামলা ও মিথ্যা মামলা দায়েরের  প্রতিবাদে বাংলাদেশ এসোসিয়েশন (বিএমএ) দেশব্যাপী মানববন্ধন কর্মসূচীর আয়োজন করে। একই সঙ্গে মঙ্গলবার (২৩ মে) দেশের সব প্রাইভেট চিকিৎসা প্রতিষ্ঠানে চিকিৎসা বন্ধ রাখা হবে বলে ঘোষণা দেয়।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.