কমলনগর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগরে আবদুর রব (৩৫) নামে স্থানীয় এক গরু ব্যবসায়ীকে হত্যা করেছে দুর্বৃত্তরা। রোববার (১২ মার্চ) সকাল সোয়া ৯ টার দিকে উপজেলার ভূলুয়া নদীর অদুরে একটি ক্ষেত থেকে তার মৃতদেহ উদ্ধার করে পুলিশ। এর আগে শনিবার (১১মার্চ) রাতে বাজার থেকে বাড়ি ফেরার সময় তাকে হত্যা করা হয়।
নিহত ব্যবসায়ী আবদুর রব উপজেলার চর কাদিরার ইউনিয়নের ৫ নম্বরওয়ার্ডের মৃত আবদুল হাসেমের ছেলে। স্থানীয় ইউপি সদস্য সফিক উল্যাহ জানান, সকালে গরু ব্যবসায়ীর লাশ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে মৃতদেহ উদ্ধার করে। স্থানীয়দের ধারনা রাতে ফজুমিয়ার হাট বাজার থেকে বাড়ি ফেরার সময় দুর্বৃত্তরা তাকে শ্বাসরোধ করে হত্যা করে পালিয়ে যায়। কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস জানান, কিভাবে তার মৃত্যু হয়ে হয়েছে নিশ্চিত করে বলা যাচ্ছে না। তার গলায় হালকা কালো দাগ আছে; তাও স্পষ্ট না। ময়নাতদন্তের প্রতিবেদনের ভিত্তিতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
Uncategorized