কমলনগর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগরে স্কুল মাঠে ক্রিকেট খেলতে গিয়ে হাঠাৎ অচেতন হয়ে সপ্তম শ্রেণির ছাত্র আল আমিনের (১৪) মৃত্যু হয়েছে।
রোববার ( ১৯ ফেব্রুয়ারি) বিকেল সাড়ে ৪ টার দিকে তার মৃত্যু হয়। আল আমিন উপজেলার তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের ছাত্র। সে চর মার্টিন ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আবদুর জাহেরের ছেলে।
বিদ্যালয়ের সহকারী শিক্ষক কামাল উদ্দিন আহমেদ বাহার জানান, বিকেল সাড়ে ৪টার দিকে বন্ধুদের সাথে ক্রিকেট খেলছিল আল আমিন। এসময় বল করার এক পর্যায়ে কোনো কারণ ছাড়াই সে অচেতন হয়ে পড়ে যায়। স্থানীয়দের সহযোগীতায় বন্ধুরা তাকে উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেয়। পরে লক্ষ্মীপুরের একটি প্রাইভেট হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
কমলনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা, আমিনুল ইসলাম মঞ্জু বলেন, মাঠে হৃদক্রিয়া বন্ধ হয়ে তার মৃত্যু হয়েছে। তবুও আরও নিশ্চিত হতে লক্ষ্মীপুর ইসিজি করতে পাঠানো হয়েছে।
লক্ষ্মীপুর উপশম প্রাইভেট হাসপাতালের কর্তব্যরত ডা. মো. আজাদ মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।