কমলনগর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা স্কাউটের আয়োজনে ২০টি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কাব ক্যাম্পুরী ২০১৭ শুরু হয়েছে।
সোমবার (০৯ জানুয়ারি) দুপুরে উপজেলা তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে কাব ক্যাম্পুরীর উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও উপজেলা স্কাউটের সভাপতি মোহাম্মদ মাসুদুর রহমান।
এতে বক্তব্য রাখেন কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস, তোরাবগঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান ফয়সল আহমেদ রতন, উপজেলা শিক্ষা অফিসার এটিএম এহছানুল হক, তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক দেলোয়ার হোসেন ও উপজেলা স্কাউট সাধারণ সম্পাদক কামাল উদ্দিন বাহার । এসময় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী শিক্ষা অফিসার মো. জহিরুল ইসলাম, আবদুর রহমান, উত্তর চর পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. হুমায়ুন কবিরসহ প্রমুখ।