লক্ষ্মীপুর প্রতিনিধি
দেশের শীর্ষ স্থানীয় মোবাইল অপারেটর রবি আজিয়াটা লিমিটেডেরএয়ারটেল ব্যান্ডের নতুন পরিবেশক হিসেবে লক্ষ্মীপুরের কমলনগর উপজেলারহাজিরহাটের জেবিন ট্রেডার্স নিয়োগ পেয়েছে। বৃহস্পতিবার(২৪ আগস্ট) দুপুরে উপজেলার হাজিরহাট বাজারের ভাই ভাই সুপারমার্কেটের তৃতীয় তলায় এ পরিবেশক অফিসের উদ্বোধন করা হয়।ফিতা কেটে এ অফিসের উদ্বোধন করেন ইস্টার্ন প্লাস্টারমার্কেটিং ডিরেক্টর নাজির আহমেদ। এতে বক্তব্য রাখেন কোম্পানীর রিজিউনাল ম্যানেজার (নোয়াখালীরিজন) জহির রায়হান, লক্ষ্মীপুর ডিস্ট্রিক্ট সেলস ম্যানেজার রফিকুলইসলাম ও জেবিন ট্রেডার্সের স্বত্ত্বাধিকারী জয়নাল আবেদিনপ্রমূখ। সভায় বক্তারা হাজির হাট বাজারের ব্যবসায়ীদের সাথে রবি ও এয়ারটেলকোম্পানীর সীম ব্যবহারের উপর দিক নির্দেশনা মূলক বক্তব্য রাখেন। পরে ব্যবসায়ীদের নিয়ে এক আনন্দ র্যালি বের করা হয়। র্যালিটিপরিবেশক অফিসের সামনে থেকে শুরু হয়ে হাজিরহাট বাজার প্রদক্ষিণশেষে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। প্রসঙ্গত, ৩ কোটি ৬২ লাখ সক্রিয় গ্রাহক নিয়ে একীভূত এয়ারটেলকোম্পানিটি বর্তমানে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম মোবাইলফোন অপারেটর। যার ৬৮.৭ শতাংশ রবি আজিয়াটা লিমিটেডের, ২৫শতাংশ ভারতী এয়ারটেলের ও ৬.৩ শতাংশ এনটিটি ডকোমোরঅংশীদারিত্ব রয়েছে।
কমলনগরে এয়ারটেলের পরিবেশক অফিস উদ্বোধন
Array
