কমলনগরে এসএসিপি প্রকল্পের আওতায় বারি চিনা বাদাম-৯ এর মাঠ দিবস

শেয়ার

আরিফুল ইসলাম:

লক্ষ্মীপুর কমলনগরে ২০ এপ্রিল (শনিবার) বিকালে উপজেলার চর ফলকন ইউনিয়নের মাওলানা পাড়া এলাকায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ২০২৩ /২৪ অর্থবছরে এসএসিপি প্রকল্পের আওতায় বারি চিনা বাদাম ৯ এর কৃষকদের নিয়ে মাঠ দিবস অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, লক্ষ্মীপুর এর উপপরিচালক কৃষিবিদ ড. মোঃ জাকির হোসেন।

অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর এর সরেজমিন উইং এর পরিচালক কৃষিবিদ মোঃ তাজুল ইসলাম পাটোয়ারী।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ডিএই, লক্ষ্মীপুর এর জেলা প্রশিক্ষণ অফিসার কৃষিবিদ মোহাম্মদ মঞ্জুর হোসেন।

কমলনগর উপজেলা কৃষি কর্মকতা মোহাম্মদ শাহিন রানা। এসময় আরও উপস্থিত ছিলেন চর ফলকন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ মোশাররফ হোসেন,উপজেলা আওয়ামী লীগের কৃষি সম্পাদক ডা: হারুনুর রশিদ,উপসহকারী কৃষি কর্মকর্তা আবদুর রহমান, মো: রফিক, আবদুল মালেক,জামশেদ আলম, মেহেদী হাসানসহ বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রায় ৩০০ জন কৃষক।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.