লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা এতিমখানার শিশুদের ফুটবল দিয়েছেন।
মঙ্গলবার (২৫ জুলাই) দুপুরে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শনকালে চর কাদিরা ইউনিয়নের চর ঠিকা মোহাম্মদিয়া এতিমখানা ও মাদ্রাসার এতিম শিশুদের ফুটবল দেন তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মো. তৌহিদুল ইসলাম, চর কাদিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খালেদ মোহাম্মদ সাইফ উল্যাহ, স্থানীয় ভূমি অফিসের তহসীলদার মো. সানা উল্লাহ প্রমুখ।
পরে ইউএনও তোরাবগঞ্জ ইউনিয়নের আফিয়া বারি এতিমখানা ও মাদ্রাসার নতুন চবক অনুষ্ঠানে যোগ দেন। সেখানে তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন। বিষেশ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ফয়সল আহমেদ রতনসহ অন্যান্যরা।
সকালের দিকে ইউএনও মাসুদুর রহমান মোল্লা চর জাঙ্গালীয়া গণিপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়সহ কয়েকটি শিক্ষাপ্রতিষ্ঠান পরিদর্শন করেন ও শিক্ষার্থীর পড়া-লেখার খোঁজ খবর নেন