কমলনগর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগরে হাজিরহাট ইসলামী ব্যাংক শাখার পল্লী উন্নয়ণ প্রকল্প’র সদস্যদের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।
সোমবার (১৬ জানুয়ারি) বিকেলে ব্যাংক কার্যালয়ে এ আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি ছিলেন, কমলনগর উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান হোসনেয়ারা বাশার।
ইসলামী ব্যাংক হাজিরহাট শাখার ব্যবস্থাপক মনছুরুল আলমের সভাপতিত্বে শীত বস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্থানীয় মাসিক সাম্প্রতিক স্বদেশ পত্রিকার সম্পাদক রাসেল পাটোয়ারী, ব্যাংক কর্মকর্তা নজিব উল্যাহ ও পল্লী উন্নয়ণ প্রকল্প কর্মকর্তা মো. ছাইফ উদ্দিন প্রমুখ।
প্রসঙ্গত, কমলনগর উপজেলার ৯ ইউনিয়নের বিভিন্ন গ্রামের ইসলামী ব্যাংক হাজিরহাট শাখার পল্লী উন্নয়ণ প্রকল্প’র শতাধিক নারী-পুরুষের মাঝে শীত বস্ত্র বিতরণ করা হয়েছে।