লক্ষ্মীপুর :
লক্ষ্মীপুরের কমলনগরে ইসলামী ব্যাংক হাজিরহাট শাখা পল্লী উন্নয়ন প্রকল্পের আওতায় ১ হাজার ৭০০ নারী সদস্যদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করেছে।
সোমবার (১০ জুলাই) বিকালে হাজিরহাট হামেদিয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা মিলনায়তনে এ আয়োজন করা হয়। এসময় চারা রোপন ও পরিচর্যা বিষয়ক প্রশিক্ষণের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কমলনগর উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ মোহাম্মদ সামছুল আলম।
ব্যাংক ব্যবস্থাপক মনছুরুল আলমের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি/তদন্ত) মো. আলমগীর হোসেন, হাজিরহাট ডিগ্রি মাদ্রাসার অধ্যক্ষ জায়েদ হোসাইন ফারুকী ও উপজেলা ভাইস চেয়ারম্যান মাওলানা হুমায়ুন কবির।
অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ব্যাংকের প্রিন্সিপাল অফিসার ও ম্যানেজার অপারেশনস মো. নজিব উল্যাহ। সঞ্চালনায় ছিলেন ব্যাংকের সহকারী অফিসার তাসনিম আলম।
অনুষ্ঠান শেষে হাজিরহাট মাদ্রাসা প্রাঙ্গনে আমন্ত্রিত অতিথিরা একটি গাছের চারা রোপন করেন।