কমলনগরে ইসতিসকার নামাজ আদায় : অতপর স্বস্তির বৃষ্টি

শেয়ার

নিউজ ডেস্ক:

তীব্র দাবদাহ, অনাবৃষ্টি ও খরা থেকে পরিত্রাণ পেতে রহমতের বৃষ্টি চেয়ে সালাতুল ইসতিসকার নামাজ আদায় করেছেন লক্ষ্মীপুরের কমলনগরের হাজারো মানুষ। নামাজ শেষ হতে না হতেই মোনাজাতের মধ্যেই নেমে আসে স্বস্তির বৃষ্টি। এই বৃষ্টিতে মুহুর্তেই ভিজে যায় তপ্ত জমিন। মানুষের মুখে ভাসতে থাকে মহান রবের প্রতি শুকরিয়া।

বৃহস্পতিবার ৮ (জুন) চর লরেঞ্চ তাহেরিয়া ঈদগাহ ময়দানে কমলনগর জাতীয় ইমাম সমিতির উদ্যোগে আয়োজিত সালাতুল ইস্তেসকার নামাজ আদায় করা হয়।

নামাজের পূর্ব মুহূর্তের শুভেচ্ছা বক্তব্য প্রদান করেন বাংলাদেশ জাতীয় ইমাম সমিতির লক্ষ্মীপুর জেলা সভাপতি হযরত মাওলানা গিয়াস উদ্দিন, কমলনগর উপজেলা চেয়ারম্যান মেজবাহ উদ্দিন আহমেদ বাপ্পি সহ কমলনগর এর বিশিষ্ট ওলামায়ে কেরাম।

এই নামাজে ইমামতি করেন মাওলানা যায়েদ হোসাইন ফারুকী।

সরেজমিনে চরলরেন্স তাহারিয়া ঈদগাহ ময়দানে গিয়ে দেখা যায়, পাঞ্জাবি-টুপি পরে জায়নামাজ নিয়ে মাদরাসার শিক্ষক ও ছাত্ররা অংশ নিয়েছেন। এছাড়া বিশেষ এই নামাজে স্থানীয়সহ শিশু থেকে শুরু করে সব বয়সের মানুষেরা অংশ নেন। নামাজ শেষে অশ্রুসিক্ত কণ্ঠে আল্লাহর দরবারে বৃষ্টির জন্য দোয়া প্রার্থনা করা হয়।

পল্লী নিউজ/তারেক

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.