রিমন আহমেদ রাজু:
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় ইকরা হাফিজিয়া এতিমখানা ও মাদ্রাসার শিক্ষার্থীদের মাঝে নতুন পোশাক ও নগদ অর্থ বিতরণ করা হয়।
সোমবার (৮এপ্রিল) বেলা ১২টার সময় ইকরা হাফিজিয়া এতিমখানা মাদ্রাসা মিলনায়তনে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট শামসুদ্দিন মোঃ রেজা।
এতিমখানার প্রতিষ্ঠাতা মাওলানা মোঃ গিয়াস উদ্দিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন সিনিয়র সাংবাদিক মিজানুর রহমান মানিক,স্থানীয় সমাজ সেবক আলহাজ্ব মোঃ আবদুল গনি,মাওলানা আরিফ হোসাইন,মাওলানা ফজলে রাব্বি রেদোয়ান,হাফেজ মাহবুবুর রহমান প্রমুখ। পরে এতিম শিশু শিক্ষার্থীদের হাতে নতুন পোশাক ও নগদ অর্থ তুলে দেওয়া হয়।