লক্ষ্মীপুর : শিশু ও যুবকদের প্রতি মনোযোগ দেওয়াই, তাদের নিরাপদে বেড়ে উঠার প্রথম পদক্ষেপ এমন প্রতিপাদ্যকে নিয়ে কমলনগরে মাদক প্রতিরোধ দিবস পালিত হয়েছে।
বুধবার (২৬ জুলাই) সকালে সাড়ে ১০ টায় মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে কমলনগরে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
কমলনগর উপজেলা প্রশাসন এ র্যালি ও আলোচনা সভার আয়োজন করেন।
সকালে হাজিরহাট হামেদিয়া ফাযিল ডিগ্রী মাদ্রাসা প্রাঙ্গন থেকে র্যালি বের হয়। পরে মাদ্রাসা মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মাসুদুুুর রহমান মোল্লা। বিশেষ অতিথি ছিলেন, কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি আকুল চন্দ্র বিশ্বাস, অধ্যক্ষ মো. জায়েদ হোছাইন ফারুকী, অধ্যক্ষ আবদুল মোতালেব, সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার মো. জহিরুল ইসলাম, দাউদ ছিদ্দীকিসহ হাজিরহাট হামেদিয়া ফাযিল মাদ্রাসার শিক্ষক ও ছাত্র ছাত্রীবৃন্দ।