পল্লী নিউজ ডেক্স:
লক্ষ্মীপুরের কমলনগরে আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১৪ নভেম্বর) সকাল সাড়ে ১০ টায় উপজেলা পরিষদ স্পন্দন কক্ষে এ সভার আয়োজন করা হয়।
কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আকুল চন্দ্র বিশ্বাস, স্থানীয় সংসদ সদস্যের প্রতিনিধি অ্যাডভোকেট আনোয়ারুল হক, উপজেলা আওয়ামী লীগের সভাপতি নুরুল আমিন মাস্টার, অধ্যক্ষ জায়েদ হোসাইন ফারুকী, উপজেলা মাধ্যমিক সহকারী শিক্ষা অফিসার মো. তৌহিদুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার এটিএম এহসানুল হক চৌধুরী, ইউপি চেয়ারম্যান ফয়সল আহমেদ রতন, নিজাম উদ্দিন, হাজী হারুনুর রশীদ, আওয়ামী লীগ নেতা রফিকুল ইসলাম চৌধুরী, সাংবাদিক সাজ্জাদুর রহমান ও এম এ মজিদ প্রমুখ।
১৪ নভেম্বর, ২০১৬