লক্ষ্মীপুর:
লক্ষ্মীপুরের কমলনগরে মেঘনা নদীর ভাঙন দীর্ঘ দুই যুগেরও বেশি সময় ধরে অব্যাহত। এ ভাঙন থেকে রক্ষা পেতে বিভিন্ন সময় মানববন্ধন, সভা-সমাবেশ, অবরোধ-হরতালও করেছেন স্থানীয়রা। জনগণের দাবির মুখে উপজেলার মাতাব্বরনগর এলাকায় এক কিলোমিটার বাঁধ নির্মাণকাজ শুরু হয়। কিন্তু নিন্মমানের কাজের কারণে বাঁধের একাংশে দ্বিতীয়বারের মতো ধস দেখা দিয়েছে। ফের ধস দেখা দেয়ায় এলাকার মানুষ আতঙ্কিত।
অভিযোগ উঠে, কমলনগরের তীর রক্ষা বাঁধের এক কিলোমিটার উত্তর অংশে নদীতে জিও ব্যাগ ডাম্পিং না করায় বাঁধে ধস নামে। চলতি বছরের জুন মাসের শেষ সপ্তাহে প্রথম দফা বাঁধের ২০০ মিটার এলাকায় ধস নামে। গত কয়েক দিনের টানা বৃষ্টি ও জোয়ার ও ঢেউয়ের আঘাতে বুধবার ফের ধস দেখা দেয়। ফের ধস দেখা দেয়ায় স্থানীয়দের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।
সরেজমিন উপজেলার মাতাব্বরনগর এলাকায় তীর রক্ষা বাঁধ এলাকায় গিয়ে দেখা যায়, জোয়ার ও ঢেউয়ের আঘাতে আঘাতে বাঁধ নদীতে ধসে পড়ছে। বাঁধে স্থাপন করা ব্লক সরে যাচ্ছে। ব্লক থেকে ব্লকের দূরত্ব বাড়ছে। ফাঁকা হয়ে গেছে বাঁধের বেশ কিছু অংশ।