কমলনগরের মুক্তিযোদ্ধা শাহাজান চৌধুরীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন

শেয়ার

20161103_102713

20161103_101726

sahjan-chowdury

পল্লী নিউজ ডেক্স::
লক্ষ্মীপুরের কমলনগরে মুক্তিযোদ্ধা হাজী শাহাজান চৌধুরীকে রাষ্ট্রীয় মর্যাদায় দাপন করা হয়েছে। (আজ) বৃহস্পতিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ মাঠে জানাযা অনুষ্ঠিত হয়। এ সময় বাংলাদেশ সেনাবাহিনী ও বাংলাদেশ পুলিশ বাহিনীর পক্ষ থেকে গার্ড অব অনার প্রদান করা হয়। তার নামাযের জানাযায় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, সেনাবাহিনী, পুলিশসহ এলাকার গন্যমান্য ব্যাক্তিবর্গ। গত বুধবার বিকেল সাড়ে ৪টায় হৃদরোগে আক্রান্ত হয়ে ঢাকা মেডিকেল কলেজে মৃত্যু বরন করেন। মৃতকালে তার বয়স ছিল ৭৮ বছর। মুক্তিযোদ্ধের সময় তার পিতা শহীদ আজু পাটওয়ারী পাকিস্থান হানাদার ও দেশীয় রাজাকারদের হাতে শহিদ হন।
১৯৭১ সালে তিনি পাকিস্থান সেনাবাহিনীতে কর্পোরাল পদে কর্মরত ছিলেন পরে তিনি ২নং সেক্টরের অধীনে মহান মুক্তিযোদ্ধে অংশ গ্রহন এবং মুক্তিযোদ্ধাদেরকে প্রশিক্ষন দেন। এ মুক্তিযোদ্ধার মৃত্যুতে কমলনগরে শোকের ছায়া নেমে আসে।  তিনি স্ত্রী, ৪ ছেলে, ৪ মেয়েসহ ও অসংখ্য গুনগ্রাহী রেখে যান। পারিবারিক সুত্র জানায়, আগামীকাল সকাল ১০ টায় তার পারিবারিক কবরস্থানে তাকে রাষ্ট্রীয় মর্যাদায় দাপন সম্পন্ন করা হবে।

০৩-১০-২০১৬

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.