কমলনগর প্রতিনিধি:
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা চর কাদিরার ইউনিয়নের চর ঠিকা আশ্রয়ণ প্রকল্প-২ এর শতাধিক অসহায় পরিবারকে ২০ হাজার টাকা করে সহজ শর্তে ঋণের চেক, বিনামূল্যে চিকিৎসা, ওষুধ ও ভিজিএফ’র চাল বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৪ জানুয়ারি) বিকেল ৪ টায় আশ্রয়ণ প্রকল্প প্রাঙ্গনে উপজেলা প্রশাসন, সমবায় অধিদপ্তর ও স্বাস্থ্য বিভাগ এসব আয়োজন করে।
বিকালে জেলা প্রশাসক মো. জিল্লুর রহমান চৌধুরী আশ্রয়ণ প্রকল্পের বাসিন্দাদের মাঝে চেক ও চাল বিতরণ করেন। এ সময় উপিস্থিত ছিলেন কমলনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. রেজাউল করিম রাজিব, উপজেলা সমবায় কর্মকর্তা মো. হানিফ, চর কাদিরা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান খালেদ মোহাম্মদ ছাইফ উল্লাহ ও চর কাদিরা ইউনিয়ন ভূমি কর্মকর্তা মো. সানা উল্লাহ প্রমুখ।
এর আগে সকাল থেকে বেলা ৩ টা পর্যন্ত উপজেলা স্বাস্থ্য বিভাগ বিনামূল্যে চিকিৎসা সেবা ও ওষুধ বিতরণ করে। চিকিৎসা সেবায় ছিলেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. রেজাউল করিম রাজিব, সিনিয়র স্টাফ নার্স কুসুম রানী পাইক ও নাজনীন আক্তার।