কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা সদর হাজিরহাট বাজরের তিন দোকানে দূর্দর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে চোরেরদল নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইলসেটসহ প্রায় লক্ষাধিক মালামাল লুটে নেয়।
ব্যবসায়িরা জানান, গভীর রাতে চোরের দল হাজিরহাট বাজারের আজিজের লেপ-তোষকের দোকান, মামুন কম্পিউটার ও মা মরিয়ম মেটাল ওয়ার্কসপের পিছন দিয়ে দোকানঘরে ঢুকে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইলসেটসহ প্রায় লক্ষাধিক মালামাল লুটে নেয়।
কমলনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির আহমেদ বলেন, এখন পর্যন্ত কেউ আমাকে জানায়নি। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।
Uncategorized