কমলণগরে হাজিরহাট বাজারে দুধর্ষ চুরি

শেয়ার

index_1110245
কমলনগর (লক্ষ্মীপুর) : লক্ষ্মীপুরের কমলনগর উপজেলা সদর হাজিরহাট বাজরের তিন দোকানে দূর্দর্ষ চুরির ঘটনা ঘটেছে। বুধবার গভীর রাতে চোরেরদল নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইলসেটসহ প্রায় লক্ষাধিক মালামাল লুটে নেয়।
ব্যবসায়িরা জানান, গভীর রাতে চোরের দল হাজিরহাট বাজারের আজিজের লেপ-তোষকের দোকান, মামুন কম্পিউটার ও মা মরিয়ম মেটাল ওয়ার্কসপের পিছন দিয়ে দোকানঘরে ঢুকে নগদ টাকা, স্বর্ণালংকার ও মোবাইলসেটসহ প্রায় লক্ষাধিক মালামাল লুটে নেয়।
কমলনগর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. কবির আহমেদ বলেন, এখন পর্যন্ত কেউ আমাকে জানায়নি। বিষয়টি ক্ষতিয়ে দেখা হচ্ছে।

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.