মানুষ টাকা চায়। কিন্তু টাকার জন্য টাকা চায় না। মানুষ টাকা চায় প্রেমের জন্য। সে মনে করে, তার টাকা নাই, তাই ভালোবাসার যোগ্য সে নয়। টাকা ছাড়া প্রেম প্রকাশের আর কোনো যোগ্যতা সে অর্জন করতে পারেনি। একটি জিনিসই সে অর্জন করতে পারে, তা হলো টাকা। তার একটি জিনিসই তার দেওয়ার আছে, তা হলো টাকা।
তাকিয়ে দেখো তোমার অন্তঃপুরে। অর্থ-বিত্ত, নাম-যশ যাই তুমি চাও না কেন, প্রেমের জন্যই চাও।
এই পৃথিবীতে শুধু প্রেমই আছে। আর কিছু নাই। শিশুর হামাগুড়িতে প্রেম। কুকুরটি লেজ নাড়িয়ে বলছে- ‘আমি তোমাকে ভালেবাসি’। বিড়ালটি মিউ মিউ করে বলছে,‘আমাকে প্রেম দাও’।
মানুষ যত বিত্তশালীই হোক না কেন, তার হৃদয় প্রেমের জন্য কাতর থাকে। তাই মানুষ আরো বিত্ত চায়, আরো ক্ষমতা চায়; ভাবে- আরো কিছু বিত্ত হলে বুঝি সে প্রেম পেয়ে যাবে।
বিত্ত দিয়ে প্রেম কেনা যায় না। কারণ, প্রেম ফ্রি। আকাশের অনন্ত রূপ যেমন ফ্রি, বাতাস যেমন ফ্রি তেমনি প্রেমও ফ্রি।
মানুষ টাকা দিয়ে, ক্ষমতা দিয়ে প্রেমের শূন্যতা পূরণ করতে চায়। কিন্তু কোনোকিছুই প্রেমের শূন্যতা পূরণ করতে পারে না।
তুমি অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছো পাহাড়ের উপর বাড়ি বানাবে, কেন জানো? কারণ তুমি প্রেমের যোগ্য হতে চাও। তুমি ভাবছো, পাহাড়ের উপর সুন্দর বাড়ি বানাতে পারলে বুঝি প্রেমের যোগ্য হয়ে উঠবে।
প্রিয় আত্মন,
আমি বুঝতে পারি তোমার কষ্ট। কারণ, আমিও এ পথ পার হয়ে এসেছি।
জীবনের এই ক্ষণে দাঁড়িয়ে একটি সুখবরই আমি তোমাকে দিতে পারি যে, তোমার হৃদয় এখনই প্রেমে পূর্ণ। কখনো তুমি প্রেম শূন্য ছিলে না। তুমি প্রেম ছেড়ে দিয়েছো বহুবার, কিন্তু প্রেম কখনো তোমাকে ছেড়ে যায়নি। তুমি শুধু বুঝতে পারছো না যে, প্রেম তোমার মধ্যেই আছে। কারণ, তুমি ভাবছো প্রেম হলো কিছু একটা পাওয়ার জিনিস কিংবা কিছু একটা দেওয়ার জিনিস।
যখন প্রেম দিতে চাও, কি দাও তুমি? আইসক্রিম, গাড়ি কিংবা পাহাড়ের উপর বাড়ি। তোমার সম্পদ সীমিত। তাই দিতে দিতে অচিরেই তোমার ভাণ্ডার শেষ হয়ে যায়। তুমি বুঝতেই পারছো না যে, প্রেম এইভাবে দেওয়া যায় না।
তুমি কি শ্বাস নেওয়ার জন্য কাউকে বাতাস দিতে পারবে? বাতাস যেমন এখনই উপস্থিত প্রেমও এখনই উপস্থিত। উড়ার জন্য কাউকে আকাশ দিতে পারবে? আকাশ যেমন এখনই উপস্থিত- প্রেমও এখনই উপস্থিত। আকাশের প্রতিটি নক্ষত্র প্রেমদ্যুতি ছড়িয়ে দিচ্ছে। দেহের প্রতিটি কোষে যেমন অক্সিজেন আছে তেমনি প্রতিটি কোষে আছে প্রেম। এবং তুমি স্বয়ং প্রেম। প্রেম নৃত্য করছে তোমার নিঃশ্বাসে, বিশ্বাসে।
তুমি যেভাবে আছো সেভাবেই প্রেম। প্রেম আমাদের বেষ্টন করে রেখেছে। কিন্তু তুমি ভাবছো প্রেমের জন্য যোগ্যতা অর্জন করতে হবে।
কারণ, শিশুকাল থেকে এখন পর্যন্ত এই শিক্ষাই তুমি পেয়ে এসেছো। তোমার অভিজ্ঞতা হয়েছে, পরীক্ষায় ফার্স্ট হলে মাতাপিতার আদর বেশি পাওয়া যায়। তুমি শিখেছো শর্তসাপেক্ষ প্রেম। মাতাপিতার বাধ্য থাকলে প্রেম, অবাধ্য হলে প্রহার। আমাদের অবচেতন মনে এই বিশ্বাস লেপ্টে আছে যে, বাধ্যতাই প্রেম। এই বিশ্বাসের উৎপাটন ততক্ষণ পর্যন্ত হয় না যতক্ষণ পর্যন্ত প্রেমের পরীক্ষা উপস্থিত না হয়।
সনাতন ধর্মের দেবর্ষি নারদ কৃষ্ণের একান্ত বাধ্য ছিলেন। তিনি মনে করতেন যে, তাঁর থেকে বড় কৃষ্ণ প্রেমিক ত্রিভুবনে নেই। একদিন শ্রীকৃষ্ণ নারদকে ডেকে বললেন- ‘হে নারদ! আমি তো একটি চোখে কিছুই দেখতে পাচ্ছি না। একটি চোখ খুঁজে আনতে পারবে আমার জন্য! কিন্তু চোখ হলেই তো হবে না! যে আমার সাচ্চা প্রেমিক তার চোখ লাগবে’! দেবর্ষি নারদ বেরিয়ে পড়লেন চোখের খুঁজে। ভুলেই গেলেন যে, তিনিও কৃষ্ণ প্রেমিক! তারও দুটি চোখ আছে!!
গিফট কিংবা টাকা-পয়সা দেওয়া প্রেম না।
প্রেম হলো নিজেকে দেওয়া।
লেখক পরিচিতি :
জসিম উদ্দীন মাহমুদ তালুকদার
চিকিৎসক, লেখক ও সংগঠক
প্রতিষ্ঠাতা, চট্টগ্রাম সাহিত্য কুটির, বাঁশখালী – চট্টগ্রাম।