জাতীয় সংসদে ২০২৪-২৫ অর্থবছরে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা করা হয়েছে। এই বাজেটে করমুক্ত আয়সীমা আগের মতো সাড়ে ৩ লাখ টাকাই থাকছে। অর্থাৎ কোনো ব্যক্তির বার্ষিক আয় ৩ লাখ ৫০ হাজার টাকার বেশি হলে তাকে আয়কর দিতে হবে। তবে নারীদের করমুক্ত আয়সীমা ৪ লাখ টাকা।
বৃহস্পতিবার (৬ই জুন) জাতীয় সংসদে বাজেট উত্থাপনকালে এমন প্রস্তাব করেন অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।
এবারের বাজেটে বার্ষিক সাড়ে ৩ লাখ টাকা পর্যন্ত শূন্য শতাংশ কর আরোপ হবে। পরবর্তী ১ লাখ টাকার জন্য ৫ শতাংশ কর দিতে হবে। পরের ৪ লাখ বৃদ্ধিতে আরও ৫ শতাংশ বাড়িয়ে ১০ শতাংশ কর ও ৫ লাখ টাকার ওপরে হলে ১৫ শতাংশ কর আরোপ হবে।
অপরদিকে নারী করদাতা এবং ৬৫ বছর বা তদূর্ধ্ব বয়সী করদাতার করমুক্ত আয়ের সীমা ৪ লাখ টাকা করার প্রস্তাব করা হয়েছে