ওলামা লীগ কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মাওলানা ইস্রাফিল

শেয়ার

বাংলাদেশ আওয়ামী ওলামা লীগের ২৬ সদস্য বিশিষ্ট নতুন কেন্দ্রীয় কমিটি গঠন করা হয়েছে।

এতে সাংগঠনিক সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন মাওলানা আব্দুল্লাহ আল ইসরাফিল।

বৃহস্পতিবার (১৫ জুন) আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের এই কমিটির অনুমোদন দেন। ২০২৬ সালে এই কমিটির মেয়াদ শেষ হবে।

মাওলানা আব্দুল্লাহ আল ইসরাফিল লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ গ্রামের বাসিন্দা। কমিটিতে সভাপতি পদে মাওলানা কে এম আব্দুল মমিন সিরাজী ও সাধারণ সম্পাদক হিসেবে মো. আমিনুল হককে দায়িত্ব দেওয়া হয়।

কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্তরা হলেন- হাফেজ মাওলানা সাগর আহমেদ শাহিন, হাফেজ মো. দেলোয়ার হোসেন, মাওলানা নূর মো. আহাদ আলী সরকার, মুফতি নাসুম বিল্লাহ নাফিয়ী, হাফেজ মাওলানা আব্দুস সাত্তার, হাফেজ মাওলানা সাইফুল ইসলাম, হাফেজ মাওলানা মুফতি শেখ মো. কামাল উদ্দিন কাসেমী, হাফেজ মাওলানা সুলাইমান, হাফেজ ক্বারী মাওলানা আব্দুল খালেক ছানুবী, হাফেজ মাওলানা ইদ্রিছ আল কাদেরী, মাওলানা মো. আবু ইউসুফ আল হেলালী, হাফেজ আব্দুল বারিক তালুকদার ও মাওলানা মো. মনোয়ার হোসেন আনোয়ার।

এ ছাড়া যুগ্ম সাধারণ সম্পাদক পদে মাওলানা মো. কাজী অলি উল্লাহ ভূইয়া ও সাংগঠনিক সম্পাদক পদে যথাক্রমে হাফেজ মাওলানা আনোয়ার হোসেন জুয়েল, মাওলানা আব্দুল্লাহ আল ইসরাফিল, মাওলানা রবিউল আলম সিদ্দিকী, মাওলানা মো. সোলাইমান নোমানী, খন্দকার মো. সাজ্জাদুন নূর দায়িত্ব পেয়েছেন।

পাশাপাশি কমিটিতে দপ্তর সম্পাদক পদে শায়েখ মুফতী আলমগীর হোসেন, শিক্ষা ও মানব সম্পদবিষয়ক সম্পাদক পদে হাফেজ মাওলানা মো. আলতাফ হোসেন, সাংস্কৃতিক সম্পাদক মাওলানা কাজী রবিউল ইসলাম, সমাজকল্যাণবিষয়ক সম্পাদক মুফতি মাওলানা মো. হাসানুজ্জামান চিশতী, ত্রাণ ও সমাজকল্যাণবিষয়ক সম্পাদক কাজী হাফেজ মো. বিল্লাল পাটোয়ারী, মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মুফতি মিজানুর রহমান মিজানী ও সহসম্পাদক পদে অধ্যাপক মাওলানা খ ম শাহাদাৎ হোসাইন মিজানকে দায়িত্ব দেওয়া হয়।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.