নিজস্ব প্রতিনিধি:
ওমানে সড়ক দুর্ঘটনায় নিহত লক্ষ্মীপুরের কমলনগর উপজেলার তোরাবগঞ্জ গ্রামের সাহাব উদ্দিন খলিফার দু ছেলে মোঃ মাসুদ আলম (৩০) এবং জুয়েল রানা (২৫) এর জানাযা শুক্রবার (২১ এপ্রিল) সকাল ৯টায় তোরাবগঞ্জ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে। এ সময় তাদের জানাযায় হাজারো মুসল্লির ঢল নামে।জানাযা পরিচালনা করেন তোরাবগঞ্জ বাজার জামে মসজিদের খতিব মাওলানা মহসিন।
এর আগে বক্তব্য রাখেন কমলনগর উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ শামছুল আলম, তোরাবগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফয়সাল আহমেদ রতন প্রমূখ। জানাযা শেষে দু ভাইকে তাদের পারিবারিক কবরে পাশাপাশি দাফন করা হয়।
এর আগে মঙ্গলবার (১১ এপ্রিল) রাত ১০টার দিকে মধ্যপ্রাচ্যের ওমানের রাজধানী মাসকাটের সালালা নামক স্থানে এক মর্মান্তিক সড়ক দূর্ঘনায় ওই দু ভাইসহ তিন বাংলাদেশির মৃত্যু হয়। অপর নিহত জাহাঙ্গীর আলমের বাড়ি লক্ষ্মীপুর সদর উপজেলায়।