২১৬ রানে ৯ উইকেট পড়ে গেলেও হাসান মাহমুদ দুটি বাউন্ডারি মারলেন মাথিশা পাথিরানাকে। পরের ওভারে শ্রীলঙ্কার বদলি ফিল্ডার দুর্দান্ত ফিল্ডিংয়ে নাসুম আহমেদকে আটকে দেন। বল বাউন্ডারির ওপারে আছড়ে পড়ার আগেই লাফিয়ে বল এপারে পাঠান। কিন্তু রিপ্লেতে সেটি ছক্কার সিদ্ধান্ত হয়। তাতেই যেন বাংলাদেশ অবিশ্বাস্য কিছুর স্বপ্ন দেখছিল। শেষ দুই ওভারে দরকার ২২ রান। হাতে এক উইকেট। শ্রীলঙ্কাও কি একটু চাপে পড়েছিল? পাথিরানা সব চাপ দূর করে দিলেন দুর্দান্ত ইয়র্কারে নাসুমকে বোল্ড করে। ২৩৬ রানে অলআউট বাংলাদেশ।
বাংলাদেশ ৮৩ রানে চার উইকেট হারানোর পর তাওহীদ হৃদয় ও মুশফিকুর রহিমের জুটিতে ঘুরে দাঁড়ায়। মূলত হৃদয়ের তাক লাগানো ব্যাটিংয়ে জয়ের স্বপ্ন ভালোভাবে দেখতে শুরু করেছিল বাংলাদেশ। তার ৮২ রানের ইনিংস শেষ হতেই ফিকে হতে শুরু করে জয়ের আশা। ব্যাটিং ব্যর্থতায় ২১ রানে হেরে এশিয়া কাপ থেকে বিদায় প্রায় নিশ্চিত হলো বাংলাদেশের।
সংক্ষিপ্ত স্কোর:
বাংলাদেশ: ৪৮.১ ওভারে ২৩৬/১০ (হাসান ১০*, নাসুম ১৫, শরিফুল ৭, তাসকিন ১, হৃদয় ৮২, শামীম ৫, মুশফিক ২৯, লিটন ১৫, সাকিব ৩, নাঈম ২১, মিরাজ ২৮); লক্ষ্য ২৫৮ রান।
শ্রীলঙ্কা: ৫০ ওভারে ২৫৭/৮ (রাজিথা ১*, সাদিরা ৯৩, ঠিকশানা ২, দুনিথ ৩, শানাকা ২৪, ধনঞ্জয়া ৬, আসালাঙ্কা ১০, মেন্ডিস ৫০, নিসাঙ্কা ৪০, করুনারত্নে ১৮)
ফল: শ্রীলঙ্কা ২১ রানে জয়ী।