সাজ্জাদ হোসেন সাজু,ফরিদপুর জেলা প্রতিনিধি
বাংলাদেশ আওয়ামী যুবলীগের প্রেসিডিয়াম সদস্য ও ফরিদপুর- ৪ আসনের সংসদ সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন এর ফেইসবুক আইডি “Nixon Chowdhury” হ্যাকের ঘটনা ঘটেছে। তাৎক্ষণিক হ্যাক হওয়া আইডি পুনরুদ্ধারে কাজ করছে ফেইসবুক ইনটেলিজেন্ট টিম।
এদিকে ৩রা এপ্রিল সোমবার সকালে এম পি নিক্সন চৌধুরী তাঁর ফেইসবুক আইডি’তে প্রবেশ করলে কিছু অসঙ্গতি দেখতে পান। আর এ ঘটনা ফেইসবুক বিশেষজ্ঞদের অবগত করলে তাঁর আইডি হ্যাক হয়েছে বলে জানতে পারেন।
এরপর “Md Jahid Munshi” নামক ফেইসবুক আইডি থেকে বিষয়টি উল্লেখ করলে অল্প সময়ের ব্যবধানে তা সামাজিক যোগাযোগ মাধ্যমে সর্বত্র ছড়িয়ে পড়ে।
এম পি নিক্সন চৌধুরী জানান, “কিছু অসাধু ব্যক্তির অসৎ উদ্দেশ্য চরিতার্থ করার জন্যই আমার আইডি হ্যাক করেছে।”
পরে তিনি এব্যাপারে সবাইকে সর্তক থাকার আহবান করেন।