মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন বলেছেন, এবার ২৯ রোজা হবার সম্ভাবনা খুবই কম, তাই ৯ এপ্রিল ছুটির প্রস্তাব নাকচ করা হয়েছে।
গত সোমবার (১ এপ্রিল) মন্ত্রিসভার বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিংয়ে মন্ত্রিপরিষদ সচিব এই কথা বলেন। মন্ত্রিপরিষদ সচিব বলেন, রমজান মাসের আগে পর পর ২ মাস ২৯ দিনে শেষ হয়েছিল।
তাই এবার ২৯ রোজা হবার সম্ভাবনা খুবই কম তিনি বলেন, আবহাওয়া অধিদপ্তরের পর্যবেক্ষণ অনুযায়ী— পর পর ৩ মাস ২৯ দিন হয় না। এবার রমজান ৩০ দিন হওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এর ফলে ঈদুল ফিতর হতে পারে ১১ এপ্রিল (বৃহস্পতিবার)।
১১ এপ্রিলকে ঈদুল ফিতরের দিন ঠিক করে ছুটির তালিকা করেছে সরকার। তবে যাদের ছুটি প্রয়োজন তারা ঐচ্ছিক ছুটি নিতে পারবেন। ঐচ্ছিক ছুটির একটা ব্যবস্থা আছে। নিয়মানুযায়ী সেই ছুটি নেয়া যাবে। তাই আলাদা করে বলার কিছু নেই। এর আগে সকালে প্রধানমন্ত্রীর কার্যালয়ে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।