একে অন্যের সিনেমায় ক্যামিওতে নয়, এক ছবিতে মুখোমুখি হচ্ছেন বলিউডের দুই সুপারস্টার শাহরুখ খান ও সালমান খান। ‘টাইগার ভার্সেস পাঠান’ সিনেমায় একসঙ্গে অভিনয় করছেন দুই খান। আর এই ছবির পরিচালকের আসনে রয়েছেন ‘পাঠান’ পরিচালক সিদ্ধার্থ আনন্দ।
হিন্দি ছবির ইতিহাসে নজির গড়েছে ‘পাঠান’। বিশ্বব্যাপী বক্স অফিসে এক হাজার কোটি রুপির বেশি ব্যবসা করেছেন সিদ্ধার্থ আনন্দ পরিচালিত এই ছবি। যশরাজ ফিল্মস প্রযোজিত সিনেমাটি ঝড় তুলেছে বক্স অফিসে। এটি মুক্তির পর থেকেই শাহরুখ-সালমান জুটির রসায়ন মুগ্ধ করেছিল দর্শককে। দুই জনপ্রিয় তারকাকে এক জায়গার আনার প্রয়াসে প্রযোজনা সংস্থা যশরাজ ফিল্মস আনছে ‘টাগার ভার্সেস পাঠান’।
‘করণ অর্জুন’-এর পর শাহরুখ ও সালমান কোনো পূর্ণাঙ্গ ছবিতে একসঙ্গে কাজ করেননি। তবে সিদ্ধার্থের পরিচালনায় ‘টাইগার ভার্সেস পাঠান’ অন্যতম বিগ বাজেটের ছবি হতে চলেছে। ভারতীয় গণমাধ্যমের খবর, যশরাজ ফিল্মস এই ছবির পেছনে প্রচুর টাকা ঢালতে পারে। এমনকি ভারতীয় চলচ্চিত্রের ইতিহাসে রেকর্ড ব্রেক করা ব্লকবাস্টার সিনেমা হতে পারে এটি। সূত্রের খবর অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারিতেই ফ্লোরে যেতে চলেছে এই ছবি।
যশরাজ ফিল্মসের তরফে খবর, কর্ণধার আদিত্য চোপড়া সিনেমা সম্পর্কিত তথ্যগুলো গোপন রাখতে চাইছেন, কারণ এটি এখন পর্যন্ত বলিউড ফিল্ম ইন্ডাস্ট্রির সবচেয়ে বড় সিনেমা হতে যাচ্ছে, তাই সময় নিয়ে ছবিটি বানানো হবে।
একইসঙ্গে পর্দায় শাহরুখ ও সালমান, এমনটা তো বারবার হয় না! ২০২২ সালের শুরুতে ‘পাঠান’ সিনেমা দিয়ে বলিউডের সব রেকর্ড ভেঙে দেন শাহরুখ খান। অন্যদিকে সালমানের ‘টাইগার’ চরিত্রটিও দারুণ জনপ্রিয়। যশরাজ ফিল্মস প্রযোজিত গুপ্তচরদের কাজ নিয়ে অ্যাকশনধর্মী সিনেমাগুলোর মধ্যে ‘এক থা টাইগার’, ‘টাইগার জিন্দা হ্যায়’, ‘ওয়ার’ এবং সবশেষ সিনেমা ‘পাঠান’ সুপারহিট।