নিউজিল্যান্ডকে ‘১৩৭’ রানের লক্ষ্য ছুঁড়ে দিল বাংলাদেশ

শেয়ার

স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী নিউজিল্যান্ডের মধ্যকার ঢাকা টেস্টে জয়ের জন্য কিউইদের লক্ষ্য ১৩৭ রান। ৮ রানে পিছিয়ে থেকে দ্বিতীয় ইনিংস শুরু করা বাংলাদেশের ইনিংস গুটিয়ে গেছে ১৪৪ রানে। ফলে নিউজিল্যান্ডের চেয়ে বাংলাদেশের লিড দাঁড়িয়েছে মোট ১৩৬ রান।

শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে আগে ব্যাট করতে নেমে ১৭২ রানে অলআউট হয় বাংলাদেশ। টেস্টের প্রথম দিনেই ৫৫ রান জড়ো করতে ৫ উইকেট হারিয়ে ফেলে সফরকারী দল। বৃষ্টির কারণে দ্বিতীয় দিন কোনো বল মাঠে গড়ায়নি।

তৃতীয় দিন দ্বিতীয় সেশনে খেলা শুরু হলে নিউজিল্যান্ডের ইনিংস থামে ১৮০ রানে, পায় ৮ রানের লিড। এর জবাবে ব্যাট করতে নেমে ২ উইকেটে ৩৮ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শেষ করে বাংলাদেশ।

নিউজিল্যান্ডকে অন্তত ২০০ রানের লক্ষ্য ছুঁড়ে দিতে চাওয়া বাংলাদেশ চতুর্থ দিনের শুরুটা করেছিল ভালোই। তবে দলীয় ৭১ রানে মুমিনুল হক বিদায় নিলে খেই হারানোর শুরু। এরপর একে একে সাজঘরের পথের দিকে মিছিলে যোগ দেন ব্যাটাররা। একাকী লড়াই চালিয়ে গেছেন শুধু জাকির হাসান, চাপের মুখে পূর্ণ করেন ক্যারিয়ারের তৃতীয় অর্ধশতকও।

৯ম ব্যাটার হিসেবে সাজঘরে ফেরার আগে ৮৬ বলের মোকাবেলায় ৬টি চার ও ১টি ছক্কায় ৫৯ রান করেন জাকির। শেষপর্যন্ত ৩৫ ওভারে ১৪৪ রানে থেমে যায় বাংলাদেশের ইনিংস। কিউইদের পক্ষে এজাজ প্যাটেল ৬টি, মিচেল স্যান্টনার ৩টি ও টিম সাউদি একটি উইকেট শিকার করেন।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.