এখনো সব শেষ হয়ে যায়নি : তাসকিন

শেয়ার

দাপুটে জয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল বাংলাদেশ। তবে এরপর টানা চার হারে ব্যাকফুটে সাকিব আল হাসানের দল। সেমিফাইনালে খেলার স্বপ্ন প্রায় শেষ বাংলাদেশের। তবে এখনো শেষ চারে খেলা সম্ভব বলে মনে করছেন টাইগার পেসার তাসকিন আহমেদ।

কলকাতায় ইডেন গার্ডেনে শনিবার (২৮ অক্টোবর) নেদারল্যান্ডসের বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে তাসকিন বলেন, ‘আশা অনুযায়ী তো বোলিং-ব্যাটিং দুটোই হয়নি। আশা করছি যে কালকে আমাদের সেরাটা দিয়ে যেসব জায়গায় ভুল হয়েছে ওগুলোতে উন্নতি করা (সম্ভব)। মূল লক্ষ্য এখন তো জেতার কোনো বিকল্প নেই।

নিজেদের সেরাটা দিয়ে জেতাটা মূল লক্ষ্য। যেসব জায়গায় ভালো হয়নি, সেসব জায়গায় ১০-১৫ শতাংশ উন্নতি করলে হয়তো জেতার সুযোগটা আসবে।’

তিনি আরও বলেন, ‘এখনও সব শেষ হয়ে যায়নি। আরও চার ম্যাচ আছে। পরের ৪ ম্যাচে যদি আমরা জিততে পারি, অনেক কিছুই সম্ভব। কারণ এখানে রানরেটের একটা ব্যাপার আছে এবং কয়েকটি দল আছে যেমন-ইংল্যান্ড হেরেছে আফগানিস্তানের কাছে। আবার ইংলিশরা শ্রীলঙ্কার বিপক্ষেও হেরেছে। ফলে যদি পরের চার ম্যাচে জিততে পারি তাহলে গল্পটা অন্যরকম হতে পারে।’

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.