এখনোই অবসর নিচ্ছেন না রোনালদো!

শেয়ার

প্রায় ভুলে যাওয়ার মতো একটা ইউরো চ্যাম্পিয়নশিপ কাটিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। ফ্রান্সের কাছে টাইব্রেকারে হেরে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালেই থেমেছে পর্তুগালের যাত্রা। পুরো টুর্নামেন্টে রোনালদো ছিলেন নিজের ছায়া হয়ে। ৫ ম্যাচ খেলে একটিও গোল করতে পারেননি সাবেক রেয়াল মাদ্রিদ তারকা। গোল করা দূরে থাক, মাঠে ঠিকঠাক ছন্দেও ছিলেন না ৩৯ বছর বয়সী রোনালদো।

দীর্ঘ দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে বড় কোনো টুর্নামেন্টে এবারই প্রথম গোল পাননি রোনালদো। প্রতি ৯০ মিনিটে বলে স্পর্শ করেছেন মাত্র ২৯ বার করে। রোনালদোর এমন পারফরম্যান্স নিয়ে সমালোচনা কম হচ্ছে না। অনেকেই পারফরম্যান্সের সঙ্গে বয়সের বিষয়টি টেনে রোনালদোকে অবসরের কথা বলছেন। যদিও এর আগে রোনালদো জানিয়েছিলেন, এটাই হতে যাচ্ছে ক্যারিয়ারের শেষ ইউরো টুর্নামেন্ট।

সে কারণে অনেকে ভেবেছিলেন, পর্তুগালের বিদায়ের পর হয়তো আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নেবেন সাবেক রেয়াল তারকা। কিন্তু রোনালদো বা পর্তুগাল কোচ রবের্তো মার্তিনেসের কথায় রোনালদোর অবসর নিয়ে কোনো ধারণা পাওয়া যায়নি। এদিকে রোনালদোর অবসর না নেওয়ার কারণ জানিয়েছেন সাবেক চেলসি তারকা আদ্রিয়ান মুতু। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, ছেলে ক্রিস্টিয়ানো জুনিয়রের সঙ্গে একই দলে খেলতে চান বলে অবসর নিচ্ছেন না রোনালদো।

চলতি বছরের শুরুর দিকে রোনালদো ও তাঁর ছেলেকে দেখতে গিয়েছিলেন মুতু। বর্তমানে ক্রিস্টিয়ানো জুনিয়রের বয়স ১৪ বছর। মুতুর ধারণা, আগামী ৩ বছরের মধ্যে সৌদি আরবে আল নাসরের জার্সিতে একসঙ্গে দেখা যেতে পারে রোনালদো ও তাঁর ছেলেকে।

সম্পর্কিত খবর

No widgets found. Go to Widget page and add the widget in Offcanvas Sidebar Widget Area.